১- বাড়িতে প্রবেশের সময় যিকর করা এবং খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা।
২- বাড়িতে নিয়মিত কুরআন তিলাওয়াত করা বিশেষ করে সূরা বাকারাহ পাঠ করা।
৩- বাড়িতে নফল নামায আদায় করা।
৪- নম্রতা বজায় রাখা।
১- বাড়ির সদস্যদের মধ্যে আল্লাহর ভয় না থাকা।
২- আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করা।
৩- পিতা মাতার অবাধ্য হওয়া।
৪- সন্তান ও নিজেদের অভিশাপ দেওয়া।
৫- কৃপণতা করা।
৬- হারাম অর্থ দ্বারা বাড়ি পরিচালনা করা।
৭- স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকা।
৮- বাড়িতে ইসলামী পরিবেশ বাদ দিয়ে অনৈসলামিক পরিবেশ চর্চা করা।
৯- বাড়ির সদস্যদের গাল মন্দ শব্দ ব্যাবহার করা।