بِسْمِ اللهِ الرَّحْمن الرَّحِيمِ
ইসলাম
ইসলাম আরবী শব্দ। ইহা সিলম্ শব্দ মূল থেকে উদ্ভুত হয়েছে। এর অর্থ শান্তি। এর আর একটি অর্থ আত্মসর্মণ করা। আল্লাহর প্রতি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা হচ্ছে ইসলামের মূল বিষয়। যে আল্লাহর প্রতি পরিপূর্ণ ভাবে আত্মসমর্পণ করে সেই মুসলিম। আল্লাহ তা'আলা বলেন-
اَلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَ أَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينَا-
অর্থ- "আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন মনোনীত করলাম।" [সূরা মায়িদা- ৩],
আল্লাহ তা'আলার এই ঘোষণার মধ্যে থেকে এটাই পরিস্কর হয় যে, ইসলাম একটি পূর্ণাঙ্গ পরিপূর্ণ ধর্ম এতে কোন অপূর্ণতা নাই। এই ইসলাম ধর্ম আল্লাহ তা'আলার একটি বড় নিয়ামত, বড় অনুগ্রহ। এই ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কোন ধর্ম গ্রহণ যোগ্য নয়। তাই ইসলাম সম্পর্কে জানা এবং সে ভাবে পালন করা এবং আন্যকে জানান এবং তা পালনে উদ্বুদ্ধ করা প্রত্যেক ঈমানদার ব্যক্তির জন্য অবশ্য করণীয়। তাই এক্ষেত্র উসূলুদ্দীন বই টা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে উসূলুদ্দীন বইটি উসূলুদ্দীন পেজে সংযোযন করা হল।