ঈমানের আরকান ও আহকাম
Posted at June 14, 2020 9:27 pm by Md Shamsul Alam
| Posted In
Social
ঈমানের আরকান
ঈমানের আরকান ৬ টি।
- আল্লাহর প্রতি ঈমান আনা।
- আল্লাহর মালাইকাদের প্রতি ঈমান আনা
- আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমান আনা
- আল্লাহর নবী ও রাসূলগণের প্রতি ঈমান আনা
- আখেরাতের প্রতি ঈমান আনা
- ভাগ্যের ভাল-মন্দের প্রতি ঈমান আনা
ঈমানের আহকাম
ঈমানের আহকাম ৯ টি।
- ইলম যা জাহালতকে দূর করে দেয়। অর্থাৎ তাওহীদের ইলম ও এর বিপরীত কুফর ও শিরক থেকে বেঁচে থাকার জন্য এগুলোকে চিনার ইলম।
এ ইলমের অন্তর্গত ঈমানের উসূল ৩টা-
- আল্লাহ সম্পর্কে সঠিক ভাবে জানা
- দ্বীন ইসলাম সম্পর্কে সঠিক ভাবে জানা
- আল্লাহর নবী ও রাসূল মুহাম্মাদ (সাঃ) সম্পর্কে সঠিক ভাবে জানা
- ইয়াকিন যা মুনাফিকি লি শাক্ব দূর করে। অর্থাৎ এমন দৃঢ় বিশ্বাস যা সকল সন্দেহকে দূর করে দেয়।
- আল কবুল বা সর্বাত্বক নিষ্ঠার সাথে অন্তরের গভিরে গ্রহণ করা।
- আল ইন্তিয়াদ বা সরিয়তের সকল হুকুম আহকাম মেনে চলা।
- আস সিদক্ব বা সত্যবাদিতা, সত্যবাদি হওয়া।
- আল ইখলাস বা একাগ্রতা
- আল ইস্তিকামা বা মৃত্যু পর্যন্ত এ ঈমান ও দ্বীনের উপর অটল থাকা
- মহব্বত বা সকলের উপর আল্লাহ ও তাঁর রাসূল মুহাম্মাদ (সাঃ) এর প্রতি ভালবাসা রাখা।
- আল কুফুর বিমা ইউবাদু মিন দ্বীনিল্লাহ বা আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করা হয় তাকে অস্বিকার করা বা তাগুতকে অস্বিকার করা।