প্রায় প্রায় শুনছি, আমাদের অর্থাৎ মুসলিম জামা- তগুলির মধ্যে ঐক্যের প্রয়োজন। অবশ্যই ভালো আহ্বান ভালো নীতি কথা।
কিন্তু প্রশ্ন হল, ইসলামের মূল ধারা তো ঐক্যের ধারা ছিলো না কি? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর যে সাহাবাদের জামাত ছিল সেটা তো ঐক্যেরই জামাআত ছিল। তাই যদি কেউ ওই মূল ধারা থেকে নিজেই বিচ্ছিন্ন হয়; অথচ সে এখন ঐক্যের ডাক দেয় তাহলে এটি হাস্যকর ও প্রতারণা নয় কি। এমন হলে তাকে নিজেই আগে সেই সাহাবাদের আদলে নিজের ঈমান, আকীদা, আমল, আখলক পরিশুদ্ধ করতে হবে তার পরেই ঐক্যের কথা বলা উচিৎ হবে। নচেৎ এই আহ্বান তেমনই যেমন কেউ নিজে চোর হয়ে অপরকে চুরি না করার আহ্বান জানায়।
আর হ্যাঁ, এমন হলে আমাদের ঐক্যের ডাকের কোনো প্রয়োজন আছে কি? আসলে আমাদের প্রয়োজন নিজের বিবেচনা করা এবং নিজের যাচাই করা যে আমরা প্রিয় নবীর ছেড়ে যাওয়া দলের মত কি না? আমাদের আকীদা, আমল, আদব আখলাক, দলনীতি তাদের মত কি না। যদি তাদের মত হয় তাহলে আপনি ঐক্যের মধ্যে রয়েছেন। আর যদি না থাকে তাহলে মনে করতে হবে আমরা স্বয়ং নিজেই বিচ্ছিন্ন।