তাওহীদ হলো: আল্লাহ তা’আলাকে তাঁর জন্য যা নির্দিষ্ট এবং ওয়াজিব সেসব বিষয়কে একক সাব্যস্ত করা। বান্দা এ একিন-দৃঢ বিশ্বাস করবে যে, আল্লাহ তাঁর রবূবিয়াতে তথা কার্যাদিতে, আসমা-সিফাতে, অর্থ- নামে ও গুণাবলীতে একক এবং উলূহিয়াতে অর্থৎ বান্দার সকল এবাদত কোন শিরক ছাড়াই একমাত্র তাঁরই জন্য নির্দিষ্ট করা সবচেয়ি বড় ফরজ।