ফিকহুল ইসলাম বা ইসলামী ফিকাহ (মুহাম্মাদ ইবনে ইবরাহীম আত্তুওয়াইজিরী) এর ধারাবাহিকতার অনুস্বরণে “কুরআন ও সহীহ হাদীসের জ্ঞান” ডকুমেন্টারি প্রজেক্ট (চলমান সংশোধনের ব্যবস্থা সম্বোলিত) এক মহা পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এর ডকুমেন্টেশন ও তত্ত্ব ভাণ্ডার হিসাবে এ প্রজেক্টে তাইসীরুল কুরআন সহ আহলিসুন্নাত ওয়াল জামাতের সকল মুাহদ্দিসিনে কিরামগণের তাহকিক করা হাদীস গ্রন্থ থাকবে এর সাথে তাদের গবেষণা সংশ্লিষ্ট সকল কিতাব কোন ধরণের কাটছাট ছাড়া হুবুহু অবিকল ধারাবাহিকতা ও বর্ণনা থাকবে। প্রত্যেকটি হাদীস এর নিচে হাদীসের মান ও এর সংশ্লিষ্ট রেফারেন্স লিংক থাকবে এবং এর অনুরূপ বর্ণানার সকল হাদীস নম্বর ও হাদীসের কিতাবের নাম ও লিংক সহ থাকবে। প্রত্যেক বিষয়ের মাসালার মূল সূত্র কুরআন ও সহীহ হাদীসের রফারেন্স লিংক সহ থাকবে যাতে স্পর্শ বা ক্লিক করা মাত্র সে রেফারেন্স হাদীসটি বা কুরআনের আয়াতটি সম্মুখে চলে আসবে। এগুলো মোবাইল এপস, কম্পিটার এ্যপস, ওয়েব এ্যপস ও পেপার বুক হিসাবে তৈরি করা হবে। এর দ্বারা কুরআন ও সহীহ হাদীস বা সহীহ সুন্নাহ তে বিশ্বাসি সকল মুসলিমের মধ্যে ভ্রান্তি ও ভুল বুঝাবুঝির অবসান হয়ে ভাতৃত্ব, সহমর্মিতা, একতা, ঐক্য ও সংহতি মজবুত হবে।
বর্তমানে উপরোক্ত প্রজেক্টের জন্য দেশ থেকে ও মধ্যপ্রাচ্চের আরব দেশ থেকে আসল আরবীতে লিখা কিতাব ক্রয় করার কার্যক্রম চলছে। নিম্নে কিতাবগুলোর বর্ণনা দেয়া হল।
১। বুখারী, ২। মুসলিম, ৩। আবু দাউদ, ৪। তিরমিযি, ৫। নাসাঈ, ৬। ইবনে মাজাহ, ৭। মুয়াত্তা মালিক, ৮। সুনানে আদ-দারেমি, ৯। দরাকুৎনি, ১০। মুসনাদি ইবনে বাযযার, ১১। ইবনে হিব্বান, ১২। বায়হকি, ১৩। তাবারানি, ১৪। মুসান্নাফ আবদুর রাযাযাক, ১৫। মুসান্নাফ ইবনে আবি শাইবা, ১৬। মুসনাদি আহমাদ, ১৭। সহীহ ইবনে খুজাইমা, ১৮। মুস্তাদারিক হাকিম।
১। বুলুগুল মারাম, ২। মিশকাতুল মাসাবিহ।
১। ফাতহুল বারী, ২। উমদাতুল কারি, ৩। আল মিনহাজু লিন-নববী, ৪। তুহফাতুল আহওয়াজি, ৫। সুবুলুস সালাম, ৬। মিরয়াতুল মাফাতি।
১। ফিকহুল মুয়াসসার, ২। সহীহ ফিকহুস-সুন্নাহ, ৩। ফতোয়া ইবনে তাইমিয়া, ৪। ফাতওয়া ইবনে বায, ৫। ইরওয়াউল গালিল, ৬। সিলসিলাতুস সহীহাহ, ৭। সিলসিলাতুয যঈফা।