যখন মুসলমাগণ?
Posted at July 13, 2021 5:17 pm by Abdur Rakib Madani
| Posted In
Islam
এই অবস্থায় বিজয় সম্ভব কি?
- যখন অধিকাংশ মুসলিম ইসলামের মৌলিক বিধানগুলিও মেনে চলে না।
- যখন অধিকাংশ মুসলিম রাষ্ট্রপ্রধান ইসলামী নিয়মে দেশ চালাতে হয়, সেটাও জানে না।
- যখন এই জাতির সন্তানেরা নিজের সুবিধার স্বার্থেই বেঁচে থাকতে চায়, ইসলাম ও মুসলিমের চিন্তা করে না।
- যখন এই জাতির বড় অংশ আল্লাহ নয় বরং বাবা-দরগাহের নিকট সাহায্য প্রার্থী।
- যখন এই জাতির সন্তানেরা ইসলামী সভ্যতা নয় বরং ইসলামের শত্রু অমুসলিমী সভ্যতায় রাজি-খুশী।
- যখন এই জাতির সন্তানেরা ফুটবল ও ক্রীকেট প্লেয়ারদের আদর্শ হিসেবে গ্রহণ করে।
- যখন এই জাতির সন্তানেরা হলিউড-বলিউডের হিরো হিরোইনকে নিজের মোডেল হিসেবে বেছে নেয়।
- বলতে পারেন, প্রায় সব ক্ষেত্রে ইসলাম ও ইসলামী বিধান প্রত্যাখ্যান করে, তখন মুসলিম জাতির বিজয় কি ভাবে আশা করা যায়।
- উমার রাযিঃ সত্যিই বলেছেনঃ ‘আমরা এমন সম্প্রদায় যাদের মহান আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন, তাই যখন আমরা ইসলাম ব্যতীত অন্য কিছুর মাধ্যমে সম্মান খোঁজতে যাব,তখন আল্লাহ আমাদের অপদস্ত করবেন’। [আল বিদাইয়া ওয়ান নিহাইয়া, ইবনে কাসীর ৪/৫৫]
- আল্লাহতা’আলার বাণীঃ
إِن يَنصُرْكُمُ ٱللَّهُ فَلَا غَالِبَ لَكُمْۖ وَإِن يَخْذُلْكُمْ فَمَن ذَا ٱلَّذي يَنصُرُكُم مِّنۢ بَعْدِهِۦۗ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ
যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তাহলে কেহই তোমাদের উপর জয়যুক্ত হবে না; এবং যদি তিনি তোমাদেরকে পরিত্যাগ করেন তাহলে তাঁর পরে আর কে আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারে? এবং বিশ্বাসীগণ আল্লাহর উপরেই নির্ভর করে। [সূরা আল ইমরান ৩:১৬০]